শনিবার ১১ সেপ্টেম্বর ২০২১ - ১৪:৫২
সৈয়দ সাফী হায়দার সাহেব

হাওজা / সরনিয়া কারবালায় মরহুম সৈয়দ রওশান আলী জায়দী হলে পশ্চিম বাংলার তানজিমুল মাকাতিবের সমস্ত শিক্ষকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন কারেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ফিরোজ হোসায়েন জায়দী সাহেব কিবলা।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগানাহ জেলার অন্তর্গত সরনিয়া কারবালায় মরহুম সৈয়দ রাওশান আলী জায়দী হলে পশ্চিম বাংলার তানজিমুল মাকাতিবের সমস্ত শিক্ষকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন কার হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ সাফী হায়দার সাহেব এবং সরনিয়া কারবালা ৭২ তাবুতের সভাপতি হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ফিরোজ হোসায়েন জায়দী সাহেব কিবলা।

উক্ত সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যেমন: কি ভাবে আহলে বাইতের (আ:) শিক্ষা ঘরে ঘরে পৌঁচানো যায় এবং মোবাল্লিগদের কি ভাবে তাবলিগ করতে হবে সেই সব বিষয় নিয়েও আলোচনা হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha